আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদুর রহমান, পিপিএম-এর নেতৃত্বে এসআই মো. আলমগীর কবীর ও থানার অন্যান্য পুলিশ সদস্যরা সোমবার রাতে নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলমডাঙ্গা থানাধীন গোবিন্দপুর এলাকার মোল্লা মৎস্য প্রকল্পের সামনে পাকা রাস্তা থেকে আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর পূর্বপাড়া আব্দুল কুদ্দুসের ছেলে মিজানুর রহমান চঞ্চল (২৮), গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও গ্রেফতারকৃত আসামি মিজানুর রহমান চঞ্চল কে আটক করা হয়। এ ঘটনায় আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামিকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।



