জীবনন গরে দাড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে জামায়াতের গণসংযোগ ও লিফলেট বিতরণ

জীবননগর অফিস

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত চুয়াডাঙ্গা-২ আসনের এমপি পদপ্রার্থী জেলা জামায়াত ইসলামের আমীর রুহুল আমিনের পক্ষে জীবননগর পৌর জামায়াতের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকালে জীবননগর পৌর শহরে ৯ নং ওয়ার্ডের তেতুলিয়া গ্রামের মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন জীবননগর পৌরসভার ৯ নং ওয়ার্ডের নেতৃবৃন্দ। ভোটারদের হাতে লিফলেট তুলে দিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট চান তারা। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, জীবননগর পৌর যুববিভাগের সভাপতি ও ৯ নং ওয়ার্ড আমির আরিফুল ইসলাম জোয়ার্দার, ওয়ার্ড নায়েবে আমির ইজাজুল হক মুন্সি, সেক্রেটারি কুতুবউদ্দিন, সহঃ সেক্রেটারি রাসেল বিশ্বাস, যুব সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারি ওয়াছিউর রহমানসহ ইউনিট সভাপতি সেক্রেটারি ও দায়িত্ব দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *