আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সাথে আনন্দধাম নাগরিক পরিষদের সৌজন্য সাক্ষাত

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসারের সহিত আনন্দধাম নাগরিক পরিষদের সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১২ টার দিকে আনন্দধাম নাগরিক পরিষদের কতিপয় সদস্য বৃন্দ জনাব শেখ মেহেদী হাসান, উপজেলা নির্বাহী অফিসার, আলমডাঙ্গা মহোদযের সহিত সৌজন্য সাক্ষাৎ করেন। কমিটির সদস্যগন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে ফুলের তোড়া উপহার দেন।

অতঃপর তিনি অত্যন্ত আন্তরিকতার সহিত ধৈর্য্য সহকারে আনন্দধাম মহল্লার নাগরিক অসুবিধাসমুহ শ্রবন করেন। এসকল বিষয়ে জনসাধারণকে উদ্বুদ্ধ করনে নাগরিক কমিটিকে অগ্রনী ভুমিকা পালন, বিভিন্ন উন্নয়নমুলক কাজ তদারকি এবং নাগরিক প্রয়োজনীয় বিষয়গুলি সুনির্দিষ্টভাবে লিখিত জানানোর অনুরোধ করেন। প্রয়োজনে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এসময় নাগরিক কমিটির সদস্যগনের পক্ষে শাহ হামিদুল হক, রবিউল আলম বাবলু, ইউনুস আলী, রেজাউল করিম, সোহরাব উদ্দীন, ড. মহাবুব আলম, তারাচাঁদ মিয়া, কাবিল উদ্দীন, মহাবুল, শুভ, মুন্না প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *