কার্পাসডাঙ্গা প্রতিনিধি
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে মধুমতি জাতের চিচিংগা নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে বাঘাডাঙ্গা আশীর্বাদ এজি স্কুল এন্ড হোপ সেন্টার প্রাঙ্গনে দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে এ দিবস অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এ মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন এডিডি কৃষ্ণ রয়।
এসময় আরো উপস্থিত ছিলেন- দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার, উপসহকারী কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, মামুন অর রশীদসহ অত্র এলাকার শতাধিক কৃষক কৃষানী। অনুষ্ঠানটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস।