দীর্ঘ সাত বছর পর দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা

আব্দুর রহমান অনিক, দর্শনা
দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর (শুক্রবার) দর্শনা দারুসসুন্নাত সিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ আজিজুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও সাংবাদিক জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্যে চলমান নির্বাচনের সার্বিক দিক তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর মোঃ আজিজুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ মুমিনুল ইসলাম, এফ. এ. আলমগীর, মোঃ মনির হোসেনসহ কমিশনের অন্যান্য সদস্য ও উপদেষ্টা পরিষদের প্রতিনিধি ও
গণমাধ্যম কর্মী।
ঘোষিত তফসিল অনুযাযী ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টায় দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে ভোটার তালিকা প্রকাশ। ২৪ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত নাম অন্তর্ভুক্তি, সংশোধন ও ওয়ার্ড সংশোধনী গ্রহণ। ২৭ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১১টার মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ। ২৯-৩০ অক্টোবর মনোনয়নপত্র সংগ্রহ। ৩১ অক্টোবর (শুক্রবার) সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মনোনয়নপত্র জমা। ১ নভেম্বর (শনিবার) বাছাই ও আপিল নিষ্পত্তি। ২ নভেম্বর (রবিবার) চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। ৩ নভেম্বর (সোমবার) মনোনয়নপত্র প্রত্যাহার। ৪ নভেম্বর (মঙ্গলবার) প্রতীক বরাদ্দ। ১৪ নভেম্বর (শুক্রবার) ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা। নির্বাচন শেষে তাৎক্ষণিকভাবে ভোট গণনা ও ফলাফল প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২০ এপ্রিল। নির্বাচন কমিশন বৃহত্তর স্বার্থে সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দরভাবে ভোট সম্পন্ন করতে সকল সদস্য ও প্রার্থীর সহযোগিতা কামনা করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *