আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এক নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টার দিকে বেলগাছি মাধ্যমিক বিদ্যালয়ের চত্বরে নির্বাচনী সভায় বেলগাছি ইউনিয়ন জামায়াতের আমির আমান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির
রুহুল আমিন।
তিনি বলেন, দেশ আজ গভীর সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, গণতন্ত্রকে পদদলিত করা হয়েছে। এ পরিস্থিতিতে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে জামায়াতে ইসলামী মাঠে নেমেছে। জনগণের শক্তিই হলো পরিবর্তনের মূল চালিকাশক্তি। আসন্ন নির্বাচনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ইনশাআল্লাহ দেশে ন্যায়-ভিত্তিক সমাজ ও জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।
তিনি আরও বলেন, “আমরা উন্নত শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, ন্যায়বিচার ও মানবিক রাষ্ট্র গড়তে বদ্ধপরিকর। এ জন্য জনগণের দোয়া, সহযোগিতা ও সক্রিয় সমর্থন প্রয়োজন। আজ বিএনপি থেকে যারা জামায়াতে যোগদান করলেন তাদেরকে আমরা বুকে আগলিয়ে রাখবো এবং সব সময় তাদের পাশে থাকবো।
বিশেষ অতিথি ছিলেন, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, চুয়াডাঙ্গা ১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল, দামুড়হুদা উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল রহমান, জেলা জামায়াতের শ্রম বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার উপস্থাপনায় বক্তব্য রাখেন জামায়াতের আমির মাহের আলী, সেক্রেটারী মসলেম উদ্দিন প্রমুখ। সভার শুরুতে হাজারো নেতাকর্মীদের উপস্থিতিতে ৩৫৭ জন বিএনপি’র নেতাকর্মি জামায়াতে ইসলামের আদর্শে আনুগত্য প্রকাশ করে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।