ধানের শীষের পক্ষে টানা গণসংযোগে শরীফুজ্জামান শরীফ তারেক রহমানের ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশ

স্টাফ রিপোর্টার

দলীয় প্রচারণা ও নিজ জেলার মানুষের কল্যাণে দিনরাত মাঠ চষে বেড়াচ্ছেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিন মানুষের দোরগোড়ায় গিয়ে তুলে ধরছেন বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ এবং রাষ্ট্র সংস্কারের ৩১ দফা রূপরেখা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে আলমডাঙ্গা পৌর এলাকার হাইরোড ও পানের হাটে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও প্রচারণা চালান শরীফুজ্জামান শরীফ। এরপর বিকেল ৪টা থেকে তিনি আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের কামালপুর, করিমপুর, দুর্লভপুর, পারদুর্গাপুর ও বল্লভপুর গ্রামের বিভিন্ন পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।

গণসংযোগকালে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘বিএনপি গরিব, মধ্যবিত্ত, কৃষক ও শ্রমজীবী মানুষের আশা-আকাক্সক্ষার প্রতীক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও গণতন্ত্রের যে ভিত্তি গড়ে দিয়েছিলেন, ফ্যাসিস্ট সরকার তা মুছে দিতে সর্বোচ্চ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই গণতন্ত্রকে রক্ষার জন্য জীবনের এতগুলো বছর উৎসর্গ করেছেন, আর এখন সেই সংগ্রামকে নতুন নেতৃত্বে এগিয়ে নিচ্ছেন দেশনায়ক তারেক রহমান।’

তিনি বলেন, ‘জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রাষ্ট্র সংস্কারের যে ৩১ দফা রূপরেখা দিয়েছেন, সেটি জনগণের মুক্তির সনদ। প্রতিটি ঘরে ঘরে আমরা সেই বার্তা পৌঁছে দিতে চাই-যে, বিএনপি ফিরে এলে দেশ আবার গণমানুষের হাতে ফিরে আসবে। আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে জনগণ ভোট দিতে পারবে, মত প্রকাশ করতে পারবে এবং ন্যায়বিচার পাবে। বিএনপি জনগণের সরকার গঠন করে সেই গণতন্ত্র ও উন্নয়নের বাংলাদেশ ফিরিয়ে আনবে। তাই আসন্ন জাতীয় নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ হয়ে নিজ নিজ এলাকা সর্বোপরি দেশের স্বার্থে ধানের শীষে ভোট দিয়ে যোগ্য নেতা তারেক রহমানকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। দলের প্রতিটি নেতা-কর্মীকে প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে রাষ্ট্র সংস্কারের এই রূপরেখা।’

গণসংযোগ ও পথসভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আখতার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল হক রোকন, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ওল্টু, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মাহাবুল হক মাস্টার, সাংগঠনিক সম্পাদক খন্দকার কাজী সাচ্চু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মীর উজ্জ্বল, সদস্যসচিব রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক চৌধুরী আলম বাবু, পৌর যুবদলের আহ্বায়ক নাজিম উদ্দীন মোল্লা, সদস্যসচিব সাইফুল আলম কনক, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের, সাবেক ছাত্রনেতা হাসিবুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্যসচিব তন্ময় আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জাকারিয়া হোসেন শান্তসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

এসময় আরও উপস্থি ছিলেন আলমডাঙ্গা পৌর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ডের সভাপতি তানভীর আহমেদ হাসিব ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক। এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *