স্টাফ রিপোর্টার
২০ শতাংশ বাসা ভাড়া, ১৫০০ টাকা চিকিৎসা ভাতা, শতভাগ উৎসব বোনাসসহ এমপিওভুক্ত শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে ঢাকা কেন্দ্রীয় প্রেসক্লাবের সামনে শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের বেধড়ক লাঠিপেটা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপের প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা জমিয়াতুল মোদ্দারেছিন ও জেলা শিক্ষক সমিতির যৌথ উদ্যোগে বিক্ষোভ এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা মোহামেডান স্পোর্টিং ক্লাব মাঠে এ বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন জমিয়াতুল মোদ্দারেছিনের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলি। চুয়াডাঙ্গা জেলা শিক্ষক সমিতির সভাপতি তিতুদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ফজলুর রহমানের সভাপতিত্বে বিশেষ আলোচকের বক্তব্য রাখেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন। বিক্ষোভ ও প্রতিবাদ সভাটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সরকারি শিক্ষক (শারীরিক শিক্ষা) মো: রকিবুল ইসলাম।