চুয়াডাঙ্গা ও মেহেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে আলোচনাসভা, শোভাযাত্রা এবং মহড়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনাসভা, শোভাযাত্রা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সোমবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে এক শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের কোট মোড় ঘুরে আবার একইস্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন লাগলে কি করতে হবে,  ভূমিকম্প হলো তাৎক্ষণিকভাবে কিভাবে উদ্ধার করতে সেগুলো উপস্থিত জনগণের দেখানো হয়। এরপর  সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। “সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দূর্যোগ” এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কি নোট  উপস্থাপন করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আশফাকুর রহমান।  অনুষ্ঠানে অতিথি হিসেবে  বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ওহিদুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, ইম্প্যাক্ট ফাউন্ডেশনের সম্বন্বয়কারী মিজানুর রহমান, স্কাউটস প্রতিনিধি মিনহাজ, রেডক্রিসেন্ট প্রতিনিধি রকিবুল ইসলাম, ছাত্র প্রতিনিধি হাসনাত জাহান খুশবু প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ উপলক্ষে অত্যন্ত চমৎকার ভাবে কিছু ডেমো দেখলাম। ভবনে আগুন লাগলে কিভাবে ফায়ার সার্ভিস কাজ করে এবং গ্যাসের চুলা বা অন্যান্য জায়গায় আগুন লাগলে কিভাবে আগুন নিভায় তা আমরা এখানে দেখলাম। আসলে এক্ষেত্রে ভয়টাই মূল বাধা হয়ে দাঁড়ায়। ভয়ের কারণেই আমরা সঠিক সিস্টেম গুলো ফলো করতে পারি না। এভাবে মহড়ার মাধ্যমে যখন আমরা এগুলো দেখবো তখন আমাদের আরো অভিজ্ঞতা হবে।

আজকে মহড়ার মাধ্যমে আমরা একটি নতুন জিনিস শিখলাম অগ্নি নির্বাপক যন্ত্রে গ্যাস ভরা আছে কিন্তু প্রেসার নাই এটা আমরা কিভাবে জানব? আমরা যারা আগে জানতাম না তারা আজকে চমৎকারভাবে এটি বুঝতে পারলাম যে কাটা টি সবুজ দাগের মধ্যে থাকতে হবে। সবুজ দাগ অথবা কোনটিতে কালো দাগও আছে। মূল কথাটি ওই দাগের মধ্যে থাকলে বুঝতে হবে প্রেসার ঠিক আছে এবং অগ্নি নির্বাপক যন্ত্রটি দ্বারা কাজ করা যাবে। এগুলোর মেয়াদের বিষয় একটু খেয়াল রাখতে হবে অনেকেই ভবনে এটি রেখে দেন, কিন্তু দেখা যায় সেটির মেয়াদও থাকেনা এবং প্রেসারও থাকেনা। সামনে শুকনোর মৌসুম আগুনের প্রকোপ বেড়ে যাবে। এ বিষয়ে আমাদের সকলকেই সতর্ক থাকতে হবে। আরেকটি বিষয় হলো আগুন নেভানোর ক্ষেত্রে দর্শনার্থীরা মূল বাধা হয়ে দাঁড়ায়। আগুন নেভানোর জন্য দর্শনার্থীদের কারণে কাছেই যাওয়া যায় না। সকলকে এটি বুঝতে হবে যে, দেখাটা পরে আগে আগুন নেভানোর কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। আগুনের ক্ষেত্রে সকলকেই নিজ নিজ জায়গা থেকে সতর্ক থাকতে হবে।

                  জীবননগর অফিস জানায়, জীবননগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও র‌্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন। উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জুয়েল শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল, উপজেলা একাডেমিক সুপারভাইজার সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জীবননগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মুশফিকুর রহমান।

                  আলমডাঙ্গা অফিস জানিয়েছে, ‘স্মার্ট বাংলাদেশে দুর্যোগ প্রস্তুতি হোক সবার অঙ্গীকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আলমডাঙ্গা  উপজেলায় পালিত হয়েছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ’র সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। 

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের সচেতনতা ও প্রস্তুতি। সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিক যদি নিজের অবস্থান থেকে প্রস্তুত থাকে, তবে যেকোনো দুর্যোগ সহজেই মোকাবিলা করা সম্ভব। আমরা চাই আলমডাঙ্গাকে  একটি দুর্যোগ-সহনশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে, যেখানে মানুষ আগাম প্রস্তুত থাকবে, ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে দুর্যোগ মোকাবিলা করবে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরদিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় ‘দুর্যোগ ও অগ্নিকাণ্ড বিষয়ে মহড়া কর্মসূচিও পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ইন্সট্রাক্টর জামাল হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুস সাত্তার, এস এফ ডি এফ এর উপজেলা ব্যবস্থাপক দীপক কুমার বসু, সহকারী শিক্ষা অফিসার শাহজাহান রেজা, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপসহকারী  প্রকৌশলী নজরুল ইসলাম, ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন, মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক শহিদুল আলম বিপুল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারি মহসিন মোড়লসহ বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

                  দামুড়হুদা অফিস জানায়, দামুড়হুদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহড়া, র‌্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ ” এই স্লোগান গানকে সামনে রেখে দুপুর ১২ টার সময় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পরিষদের সভাকক্ষে প্রথমে উপজেলা চত্বর থেকে র‌্যলি ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয় পরবর্তীতে  পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সমাজ সেবা অফিসার তোফাজ্জল হক, দামুড়হুদা প্রেসক্লাব সাধারণ সম্পাদক তানজির ফয়সাল, মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ সাজিদ, ফায়ার সার্ভিসের (ভারপ্রাপ্ত) স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান,  একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্র- ছাত্রীবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন- যেকোনো যে কোন দুর্যোগ মোকাবেলায় আমাদের অগ্রিম প্রস্তুতি থাকতে হবে। বজ্রপাত মোকাবেলায় আমাদের বেশি বেশি করে তালগাছ রোপন করতে হবে। যে সব দূর্যোগ থেকে অগ্নিকাণ্ড সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে নিজে সচেতন হতে হবে এবং আশেপাশের মানুষজনক সচেতন করতে হবে। এছাড়াও ভূমিকম্প ঘূর্ণিঝড়সহ অন্যান্য বড় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রশাসনসহ অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বিত প্রস্তুতি থাকতে হবে। দুর্যোগ সম্পর্কিত তথ্য জানানোর জন্য প্রশাসনসহ যেসব সরকারি হটলাইন নাম্বার আছে সেগুলো জনসাধারণকে জানাতে হবে।

                  মেহেরপুর অফিস জানিয়েছে, “সমন্বিত উদ্যোগ প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যে মেহেরপুরে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিনটি উপলক্ষে গতকাল সোমবার সকাল ৯ টার দিকে  মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি কোর্ট রোড প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল ছালাম। অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপসহকারী পরিচালক শাকরিয়া হায়দার এ সময় সেখানে উপস্থিত ছিলেন। র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে একটি মহড়া অনুষ্ঠিত হয়। এসময় সেখানে ভূমিকম্প থেকে ভিকটিমকে উদ্ধার, আগুন লেগে গেলে আগুন নেভানোর কৌশল শেখানো হয়। বিভিন্ন শ্রেণি পেশার মানুষ মহড়াটি উপভোগ করেন।

                  এদিকে সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করে দুর্যোগ” স্লোগানে গাংনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত। এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত র‌্যালিতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন। র‌্যালিটি জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গন থেকে শুরু হয়ে মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা সাইদুর রহমান, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী, বামন্দী ফায়ার সাভির্স অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারি ইউনিট ইনচার্জ নাসির উদ্দিন। আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের উপস্থিতিতে সেখানে ফায়ার সার্ভিসের আয়োজনে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *