ধানের শীষে ভোট চেয়ে জীবননগর পৌর মৎস্যজীবী দলের ব্যানার স্থাপন

জীবননগর অফিস 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জীবননগর পৌর শহরজুড়ে ব্যানার টাঙিয়েছে মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা। সোমবার সন্ধ্যায় জীবননগর পৌর শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চুয়াডাঙ্গা জেলা বিএনপি’র সভাপতি মাহমুদ হাসান খাঁন বাবুর পক্ষে ব্যানার টাঙান জীবননগর পৌর মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।

এসময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট চান তারা। এছাড়া বিএনপির ৩১ দফা ও দল এবং প্রার্থীর প্রতিশ্রুতি ভোটারদের কাছে তুলে ধরা হয়।  

এসময় পৌর নেতারা বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিএমইএর সভাপতি ও জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু চুয়াডাঙ্গা-২ আসনে ধানের শীষের প্রার্থী হয়ে নির্বাচন করবেন। জীবননগর পৌর মৎস্যজীবী দল আজ যে কার্যক্রম শুরু করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা চাই এমন কার্যক্রম চলমান থাকুক। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর পৌর বিএনপির সভাপতি শাহাজাহান কবীর। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম, জীবননগর পৌর মৎস্যজীবী দলের সভাপতি মো. জাহিদুল ইসলাম, পৌর মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. বাদশা মিয়া, সিনিয়র সভাপতি আরব হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সাদেক, সহ-সেক্রেটারি সুজন বিশ্বাস, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, ২ নম্বর ওয়ার্ড কৃষক দলের সভাপতি মো. আজিম মিয়া, আহমদ মিয়া সহ প্রমুখ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *