চুয়াডাঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণকাজে ভোগান্তি, ব্যবসায়ী সমিতির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ ১সপ্তাহের মধ্যে সড়ক নির্মাণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা শহরের রেলবাজার এলাকায় ওভারপাস নির্মাণকাজে যাতায়াতে ভোগান্তি প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। এসময় ওই প্রকল্প এলাকার দুই পাশে রাস্তা নির্মাণকাজ ব্যবসায়ীদের ক্ষতিপূরণসহ পুনর্বাসনের দাবি তোলা হয়। গতকাল রবিবার বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত ঘন্টাব্যাপী রেলবাজার সড়কে কর্মসূচি পালন করে রেলবাজার ব্যবসায়ী সমিতি। রেলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফারুক হাসান মালিকের সভাপতিত্বে মানববন্ধন বিক্ষোভ সমাবেশটি পরিচালিত হয়।

মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, রেলবাজার এলাকার সড়ক সম্প্রসারণ প্রকল্পের কাজের কারণে চলাচল ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতিদিনই ছোট বড় দুর্ঘটনা ঘটছে। এই এলাকাটি এখন শহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে বহু ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন। বারবার প্রশাসন সড়ক বিভাগকে জানিয়েও কোন প্রতিকার মেলেনি। তারা ক্ষতিপূরণ বিকল্প পুনর্বাসনের দাবি জানান। তারা আরোও বলেন, আগের ফ্যাসিস্ট সরকার যে প্রতিশ্রুতি দিয়ে রেল ওভারপাস নির্মাণের কাজ শুরু করে বলে যে বছরের মধ্যে কাজ শেষ হবে। কিন্তু বছর অতিবাহিত হয়ে গেলেও এখনো কাজ শেষ হয়নি। যার ফলে এই রেল বাজারের সড়কটি জনগণের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তাই আগামী সাত দিনের মধ্যে রেল ওভারপাস এলাকার সড়ক মেরামত করা না হলে, চুয়াডাঙ্গার ব্যবসায়ীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করবে। এই রোডের যে অবস্থা তাতে চলাচলে খুবই সমস্যা। তাই সড়ক বিভাগের দ্রুত সড়ক মেরামতে কার্যকর কাজ শুরু করার আহ্বান জানাচ্ছি।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু বলেন, চুয়াডাঙ্গা জেলার এই সড়কটি দেখার মত যেন কেউ নেই। সড়কটির এই বেহাল দুর্দশায় জনদুর্ভোগ দিনকে দিন বেড়েই চলেছে। এই সড়কটিতেই দুর্ঘটনার কবলে পড়ে আমার একটি হাতও ভেঙেছে। আমি চাই এই সড়কটি দ্রুত মেরামত করা হোক যাতে আমার মত আর কারো দুর্ঘটনার কবলে পড়তে না হয়। আমরা ভেবেছিলাম জেলা প্রশাসন থেকে কোন প্রতিনিধি হয়তো আজকে এখানে আসবে। কিন্তু জেলা প্রশাসন থেকে এখানে কেউই আসলো না। আমরা সাত দিনের আল্টিমেটাম দিচ্ছি। আগামী সাত দিনের মধ্যে যদি এই সড়কটি মেরামত করা না হয় তাহলে চুয়াডাঙ্গা জেলাবাসী কঠোর অবস্থানে যাবে।

সমাবেশে আরো বক্তব্য দেন জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মঞ্জুরুল আলম মালিক লার্জ, সাধারন সম্পাদক সুমন পারভেজ খান, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান পল্টু, জেলা পরিবেশক সমিতির সাধারন সম্পাদক মাহবুব জোয়ার্দ্দার রিংকু, জাসাসের সাধারন সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, বিএনপি নেতা মুকুল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ রেলবাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক রাশেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায়ী নেতা সামিউল ইসলাম অপু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *