চুয়াডাঙ্গা মেহেরপুরে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন

স্টাফ রিপোর্টার

সারাদেশে প্রথমবারের মতো চুয়াডাঙ্গা মেহেরপুরে মাসব্যাপি শুরু হয়েছে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন। গতকাল রবিবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের চত্বরে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের আয়োজনে এই টিকাদান ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়। এবার লাখ ৭৭ হাজার ২৪৭ জন শিশু কিশোররা এই টাইফয়েড টিকার আওতাভুক্ত হবেন।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। পরে চুয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকাদানের মাধ্যমেই টিকাদান কর্মসূচির সূচনা হয়। সময় চুয়াডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী নাবিলা নাজনীন, ছোঁয়া, সুমাইয়া, রাফাসহ আরো অনেক শিক্ষার্থীকে এই টাইফয়েড টিকা দেওয়া হয়।

এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক স্থানীয় সরকারের উপপরিচালক শারমিন আক্তার বলেন, টাইফয়েডের টিকা নিলে শিশু কিশোরদের স্বাস্থ্য ঝুঁকি কমে আসবে। তাই টাইফয়েডের এই টিকা খুবই জরুরী। সরকারে যে মহতী উদ্যোগ তা বাস্তবায়ন করতে হবে। এই টিকা পেতে হলে সবাইকে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হবে। তাই টিকা নেওয়াটা সবার জন্য জরুরী। এই টিকা নেওয়ার জন্য সবাইকে সবার জায়গা থেকে প্রচার প্রচারণা করতে হবে। তাহলে সরকারের স্বাস্থ্য সেবাটা আরো বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেনচুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ, চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্ববধায়ক বিদুৎ কুমার বিশ্বাস, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ডাঃ দীপক কুমার বিশ্বাসসদর উপজেলা স্বাস্থ কর্মকর্তা ডাঃ আওলিয়ার রহমান, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ প্রমুখ।

আলমডাঙ্গা অফিস জানায়, আলমডাঙ্গায় টাইফয়েড প্রতিরোধে কনজুগেট ভ্যাকসিন টিকা কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল সাড়ে দশটায় আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই টিকা কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমীন আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারদী হাসপাতালের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষা অফিসার আলা উদ্দিন, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর আলী, সমাজসেবা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, এবং পৌরসভা টিকাদান সুপারভাইজার বিল্লাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন টিকাদানকারী লিমন হোসেন, এনামুল হক, আমিরুল, মর্জিনা, বেবি, তানিয়া খাতুন, মানোয়ার হোসেন প্রমুখ। বক্তারা বলেন, টাইফয়েড প্রতিরোধে কনজুগেট ভ্যাকসিন শিশুদের জন্য নিরাপদ কার্যকর টিকা। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে দীর্ঘমেয়াদে টাইফয়েড সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, শিক্ষকশিক্ষার্থী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দামুড়হুদা অফিস জানায়, দামুড়হুদায় টাইফয়েড টিকাদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০ টার সময় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য . . কর্মকর্তা ডাঃ মশিউর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেনউপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুহাসান, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, দামুড়হুদা প্রসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ, গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইকবাল হোসেন, স্যানিটারী ইন্সপেক্টর নিয়ামত আলী, স্বাস্থ্য পরিদর্শক মহবুল ইসলাম। অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থায় ছিলেন এমটিআই ফারুক আহমেদ। উপজেলায় ৬৬ হাজার শত ৭০ জনকে টাইফয়েড টিকাদান করা হবে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এর মধ্যে স্কুল পর্যায়ে ৪৪ হাজার শত জন এবং কমিউনিটি পর্যায়ে ২২ হাজার শত ৬৭ জন।

মেহেরপুর অফিস জানায়, মেহেরপুরে টাইফয়েড টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ পৌর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে টিকাদানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্য পরির্দর্শক আব্দুল হান্নানের সঞ্চালনায় উপস্থিত শিক্ষার্থী অভিভাকদের সচেতনতা বৃদ্ধিতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহআলআজিজ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নূর উল্লাহ, প্রধান শিক্ষক খাদিজা খাতুন, স্বাস্থ্য পরিদর্শক নুরুন্নাহার। দেশব্যাপী টাইফয়েড টিকাদান কর্মসূচির আওতায় মেহেরপুরে মাস থেকে ১৫ বছর বয়সী লাখ ৬৭ হাজার শিশুকে এক ডোজ টিকা দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *