দর্শনা অফিস
দীর্ঘদিন পর দর্শনা সরকারি কলেজে প্রকাশ্যে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দর্শনা সরকারি কলেজ শাখা। নতুন শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে এসো নবীন দলে দলে, ছাত্রশিবিরের পতাকা তলে স্লোগান তুলে দর্শনা সরকারি কলেজ শাখার আয়োজনে মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। মিছিল শেষে নেতারা দর্শনা সরকারি কলেজের অভ্যন্তরে মসজিদ ও ক্যান্টিন নির্মাণ না হওয়াসহ বেশ কয়েকটি বিষয়ে অভিযোগ করেছেন।
গতকাল রবিবার বেলা ১১টার দিকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, দর্শনা সরকারি কলেজ শাখার পক্ষ থেকে এই শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি দর্শনা থানা মোড় থেকে শুরু হয়ে দর্শনা সরকারি কলেজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন দর্শনা সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক হামজা ফারাজি। এ সময় আরও উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পৌর ছাত্রশিবিরের সভাপতি রাব্বি হোসেন, দর্শনা থানা সভাপতি লোকমান হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাঁধন, তানভীর, হাবিবুরসহ নেতা–কর্মী।
মিছিল শেষে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে সাধারণ সম্পাদক হামজা ফারাজি বলেন, মসজিদ নির্মাণের জন্য ফান্ডিংয়ে টাকা থাকা সত্ত্বেও কেন নির্মাণ করা হচ্ছে না। দর্শনা সরকারি কলেজে ভালো মানের ক্যান্টিন নেই। ছাত্র–ছাত্রীদের জন্য হল (আবাসন) নির্মাণ করতে হবে। শিক্ষার্থীদের সমস্যা সমাধানে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এসব দাবি তুলে ধরেন ছাত্রশিবির নেতা।