ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কলিগঞ্জ উপজেলার দুলাল মুন্দিয়া নামক স্থানে ভ্যানের এক্সেল ভেঙ্গে পড়ে একজনের মৃত্যু হয়েছে এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত আলিয়া খাতুন (৪২) কলিগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের মুধু মিয়ার মেয়ে।এবং আহত মারিয়া খাতুন (২২) নিহত আলিয়া খাতুনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে, নিকট আত্মীয়কে দেখতে নিহত আলিয়া ও তার মেয়ে মারিয়া ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলো পথিমধ্যে দুলালা মুন্দিয়া নামক স্থানে পৌছালে হঠাৎ করে ভ্যানের এক্সেল ভেঙ্গে রাস্তার উপর পড়ে যায়।এ সময় ঘটনাস্থলেই আলিয়ার মৃত্যু হয় এবং তার মেয়ে মারিয়া গুরুতর আহত হয়।সে সময় স্থানীয়রা দেখতে পেয়ে তাদের কে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।এরপর কর্তব্যরত চিকিৎসক আলিয়াকে মৃত ঘোষণা করেন এবং মারিয়াকে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করেন।
কালিগঞ্জ থানার ওসি মো. আব্দুর রহিম মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,নিহত আলিয়া পূর্বে হার্টজনিত রোগে ভুগছিলেন ধারণা করা হচ্ছে এর ফলেও মৃত্যু হতে পারে।এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবার থেকে থানায় মামলা করতে কেউ আসেনি।