মেহেরপুর অফিস
অনলাইন জুয়ায় জড়িত মেহেরপুরের মুরশিদ আলম লিপু (২৯) ও মুছাঈদ আলম (৩০) নামের দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে খানপুর হতে বাইপাসগামী খড়িবিলা মোড়ের সামনে অভিযান চালিয়ে সাতক্ষীরা জেলা পুলিশ তাদের গ্রেফতার।
গ্রেফতারকৃতরা হলেন, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে মুরশিদ আলম লিপু (২৯) ও সদর উপজেলার বামনপাড়া গ্রামের খন্দকার পাড়ার মাছুদুল আলমের ছেলে মুছাঈদ আলম (৩০)।
সাতক্ষীরা জেলা পুলিশ সুপার সুত্রে জানা গেছে, জেলা পুলিশের গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ নিজাম উদ্দীন মোল্যার নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা পুলিশের যৌথ টিম গোপন তথ্যের ভিত্তিতে খানপুর হতে বাইপাসগামী খড়িবিলা মোড়ের সামনে অভিযান পরিচালনা করে। এসময় একটি অটো থামিয়ে চেক করে মুরশিদ আলম লিপু (২৯) ও মুছাঈদ আলম (৩০) নামের দুজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে জানায় তারা বিভিন্ন শ্রেণী ও পেশার লোকদের প্রলোভন দেখিয়ে অনলাইনে জুয়া খেলায় উদ্বুদ্ধ করে ও অনলাইনে জুয়া খেলার প্লাটফর্ম পরিচালনা করে আসছে। তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩ টি ল্যাপটপ, ১৬ টি মোবাইল ফোন জব্দ করা হয়। আসামীরা দীর্ঘ দিন যাবৎ অনলাইন জুয়ার সাথে জড়িত আছে মর্মে স্বীকার করেন।
গ্রেফতারকৃত আসামী মুরশিদ আলম লিপু (২৯) এর নামে নিম্নোক্ত মামলা বিচারাধীন রয়েছে-১। (ওচঝখঞ) ডিএমপি এর পল্টন থানার, এফআইআর নং-৩৭/৫৭৩, তারিখ: ১৪ নভেম্বর ২০২১: জি আর নং-৫৭৩/২১, তারিখ: ১৪ নভেম্বর ২০২১, ১০ ধারা- ২৩(২)/২৪(২)/২৫(২)/৩০(২)/৩১(২)/৩৫(২) ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮, এজাহারে অভিযুক্ত। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।