আলমডাঙ্গার ‎প্রাগপুরে জামায়াতের নির্বাচনী পথসভায় এমপি প্রার্থী রাসেল

‎স্টাফ রিপোর্টার
‎ বিকেল ৩টা ৩০ মিনিটে
আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের প্রাগপুরে গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক বিশাল নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়।
‎পথসভায় প্রধান অতিথি ছিলেন- জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলার সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
‎প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,‎ “বাংলাদেশ আজ নৈতিক নেতৃত্বের তীব্র সংকটে ভুগছে। দুর্নীতি, অন্যায়, লুটপাট আর স্বজনপ্রীতি আজ সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে। এই অবস্থার পরিবর্তন একমাত্র সম্ভব হবে যদি একটি জবাবদিহিতামূলক, ন্যায়ভিত্তিক ও ইনসাফের সরকার প্রতিষ্ঠা করা যায় – আর সেই সরকার গঠন করতে পারে কেবলমাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী।”
‎ তিনি আরও বলেন,‎ “চাঁদাবাজদের দ্বারা চাঁদাবাজি বন্ধ করা যায় না, দুর্নীতিবাজদের দ্বারা দুর্নীতি দমন সম্ভব নয়, অন্যায়কারীদের দ্বারা ন্যায় প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয়। অতীতে জামায়াতে ইসলামী থেকে যারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছিলেন, তারা প্রমাণ করেছেন-জামায়াতের নেতৃত্ব জনগণের সম্পদে হাত দেয় না, তারা দেশপ্রেম ও সততার প্রতীক।
‎ ‎তিনি জনগণের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, “আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশকে একটি নৈতিক, শক্তিশালী ও দুর্নীতিমুক্ত রাষ্ট্রে পরিণত করার আন্দোলনে অংশ নিন। আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না; করি মানুষের সেবা ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য।”
‎পথসভায় আরও উপস্থিত ছিলেন, জেলা সমাজকল্যাণ সম্পাদক মো: আলতাফ হোসেন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক মো: দারুস সালাম, জি.এ সাংগঠনিক থানা আমীর মো: আব্বাস উদ্দিন, থানা সেক্রেটারি মো: কামরুল হাসান সোহেল, থানা কর্মপরিষদ সদস্য শাহজাহান মিয়া ও ফরিদ উদ্দিন, হারদী ইউনিয়ন আমীর মাওলানা গিয়াস উদ্দিন প্রমুখ।
‎ সভায় সভাপতিত্ব করেন ৫ নং ওয়ার্ড সভাপতি হাফেজ আল মেরাজ এবং সঞ্চালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাওলানা আসাদুজ্জামান ওসমানী। ‎পথসভা শেষে এলাকাবাসীর উচ্ছ্বাস ও সাড়া প্রমাণ করে—জনগণ পরিবর্তন চায়, জনগণ চায় ন্যায়ভিত্তিক নেতৃত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *