ঝিনাইদহ অফিস
সাম্প্রতিক বাংলাদেশে বজ্রপাতের ঘটনা বেড়েই চলেছে, আকাশে হালকা মেঘ জমলেই বজ্রপাতের ঘটনা শোনা যায়। আর তাই বজ্রপাত প্রতিরোধে ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের দু-ধারে ঝিনাইদহ আরাপপুর হাইওয়ে পুলিশ নিজ উদ্যোগে তালগাছের চারা রোপণ করেছে। বৃহস্পতিবার সকাল ৯ টা-থেকে দুপুর ৩ টা পর্যন্ত ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের দু-ধারের গুরুত্বপূর্ণ বিভিন্ন যায়গায় এ তালের চারা রোপণ কর্মসূচি পরিচালনা করেন আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস। এ সময় ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন থেকে আঞ্চলিক মহাসড়ক ধরে ঝিনাইদহের শেষ সীমানা পর্যন্ত ২০০টি তালের চারা রোপণ করা হয়। বর্তমানে বজ্রপাতে নিরাপদ আশ্রয়ের অভাবে মাঝেমধ্যে প্রান হারাচ্ছে কৃষকরা তেমনি পাখিদেরও নিরাপদ আবাসস্থলের প্রয়োজন রয়েছে তারই ধারাবাহিকতায় ঝিনাইদহ হাইওয়ে পুলিশের এমন মহতী উদ্যোগ। এসময় উপস্থিত ছিলেন আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস, সার্জেন্ট হোসাইন আহমেদ তুর্য, উপ-পরিদর্শক ইয়াসির আরাফাত এবং সহকারি উপ-পরিদর্শক রবিউল ইসলাম। ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, মহাসড়কের দুই ধার দিয়ে তালগাছ লাগানো হচ্ছে আমরা দেখি অনেক সময় বজ্রপাতের ঘটনা ঘটে,এতে কৃষকরা সহ অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। আমরা জানি তালগাছ বজ্রপাত নিরোধক এছাড়াও তালগাছ প্রকৃতির ভারসাম্য রক্ষায় বিরাট ভুমিকা রাখে সে কারণেই এই ছোট্ট প্রয়াস।
তিনি আরো বলেন, কয়েকদিন আগেও ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলাতে দুইজন কৃষক মাঠে কাজ করার সময় বজ্রপাতে মারা যান। তাছাড়াও ঝিনাইদহ চুয়াডাঙ্গা মহাসড়কের দুই ধারে অগনিত শতবর্ষের পুরানো গাছ রয়েছে যা বর্তমানে ভেঙে ভেঙে সড়কের উপরে পড়ছে তাতে করে বিভিন্ন সময় দুর্ঘটনা ঘটছে, এজন্য আমরা আরাপপুর হাইওয়ে পুলিশ নিজস্ব উদ্যোগে এই তাল গাছ রোপন করছি। আমরা সবাই যদি নিজ নিজ উদ্যোগে পরিবেশের কথা চিন্তা করে অল্প পরিসরে তাল গাছ লাগাই তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ মোকাবেলা থেকে রক্ষা পাওয়া যাবে।
বোড়াই গ্রামের কৃষক মহাব্বত আলী বলেন, ধান ক্ষেতে যখন কাজ করি মাঝে মধ্যে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়তে হয়। বজ্রপাত এবং বৃষ্টির মধ্যে অনিরাপদ হয়ে পড়ে আমাদের জীবন। মাঠের পাশে রাস্তার ধারে তালগাছ লাগানো হচ্ছে এটা খুবই ভালো দিক। গাছগুলো বড় হলে আমরা প্রাকৃতিক দুর্যোগে গাছের নিচে আশ্রয় নিতে পারবো। তবে আমাদের দাবি শুধু এই জায়গাতেই নয় বিভিন্ন এলাকায় এমন তালগাছ রোপণ করতে হবে যাতে বজ্রপাতের হাত থেকে সবাই রক্ষা পেতে পারে।