চুয়াডাঙ্গা সদরের বোয়ালমারী মাঠ থেকে দিনে-দুপুরে পালসার মোটরসাইকেল চুরি

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালমারী মাঠ এলাকা থেকে এক কৃষকের মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক মো. রমজান আলী চুয়াডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল বুধবার দুপুর ২টার দিকে রমজান আলী তার মোটরসাইকেলটি বোয়ালমারী মাঠের নান্নু মিয়ার ইটভাটার পাশে রেখে ট্রাক্টরচালকের জন্য খাবার দিতে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন তার মোটরসাইকেলটি সেখানে নেই। অজ্ঞাত কেউ বা একাধিক ব্যক্তি মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। চুরি যাওয়া মোটরসাইকেলটির ইঞ্জিন নম্বর উঐঢঈগঊ০০৪৫৩, চেসিস নম্বর চঝটঅ১১ঈণ৮গঞএ২৬৪০৬, মডেল পালসার ১৫০ সিসি, রঙ কালো-লাল এবং নম্বর। চুয়াডাঙ্গা-ল-১২-৩১০৭।

এ ঘটনায় ভুক্তভোগী রমজান আলী থানায় অভিযোগ করে আইনগত সহায়তা কামনা করেছেন। চুয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান  (ওসি) বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর ১দিন আগে মঙ্গলবার ডিঙ্গেদহ টু নীলমনিগঞ্জ সড়কের নফরকান্দির চারাতলা নামক মাঠ থেকে দিনেদুপুরে হিরো হোন্ডা মোটরসাইকেল চুরি হয়েছে। খেজুরা গ্রামের চান্দু মিয়ার ব্যবহৃত হিরো হোন্ডা স্পিলিনডার মোটরসাইকেলটি নফরকান্দির চারাতলা নামক মাঠের একটি বটগাছের নিচে রেখে নিজের জমির ধান দেখতে যান। কিছুক্ষণ পর এসে তিনি দেখেন তার মোটরসাইকেলটি আর নেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *