স্টাফ রিপোটার
চুয়াডাঙ্গা-০২ আসনের এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন হাউলী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের রুদ্রনগর, গোবিন্দপুর ও রঘুনাথপুর ব্রীজমোড় হয়ে পুরাতন বাস্তুপুরে গণসংযোগ শেষে নতুন বাস্তুপুরে পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে রুহুল আমিন বলেন, আপনারা জানেন, আমাদের ১১ জন শীর্ষ নেতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, শিবির নেতা মুসাদ্দেককে গুম করা হয়েছে, অসংখ্য নেতাকর্মীকে হারিয়েছি। তবুও আমরা পিছিয়ে যাইনি। ২ হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা আবারও স্বাধীনতা পেয়েছি। আমাদের একটাই লক্ষ্য আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা।
তিনি আরও বলেন, আমরা ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের জন্য কাজ করছি। তাই আগামী নির্বাচনে আপনারা দাঁড়িপাল্লার পক্ষে ভোট দিন। পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আমির নায়েব আলী, উপজেলা সেক্রেটারি আবেদুদ্দৌলা টিটো, উপজেলা কর্মপরিষদ সদস্য নজরুল ইসলাম, যুব বিভাগের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল খালেক, হাউলী ইউনিয়ন আমির মো. ওবায়দুল হক, ইউনিয়ন সেক্রেটারি আব্দুল গাফফার, সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর আলম টিক্কা, যুব বিভাগের সভাপতি ইসমাঈল হোসেন, উলামা বিভাগের সভাপতি ইয়াসিন আরাফাত, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি নুর হাকিম এবং শিবির সেক্রেটারি মাহফুজ রিওনসহ স্থানীয় নেতাকর্মীরা।