আমডাঙ্গা অফিস
বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের নবনিযুক্ত মাননীয় বিচারপতি রাফিজুল ইসলাম আলমডাঙ্গায় আগমন করলে থানা পুলিশের পক্ষ থেকে তাঁকে গার্ড অফ অনার প্রদান করা হয়। শনিবার থানা চত্বরে অনুষ্ঠিত গার্ড অফ অনার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আল-আমিন মাতুব্বর, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিমুল কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদি ইসলাম, থানা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যরা। পুলিশ কর্মকর্তারা নবনিযুক্ত বিচারপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তার প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন।
স্থানীয় আইনজীবী ও সমাজকর্মীরা জানান, এই ধরনের সৌজন্যপূর্ণ আয়োজন বিচার বিভাগের স্থানীয় উপস্থিতি ও জনসাধারণের সাথে ন্যায়বিচারের ঘনিষ্ঠ সম্পর্ককে দৃঢ় করবে। বিচারপতি মো: রাফিজুল ইসলামের এই আগমন স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য প্রেরণার উৎস হিসেবে দেখা হচ্ছে। বিচারপতি এই সফর স্থানীয়ভাবে ন্যায়বিচার এবং পুলিশি কার্যক্রমের মধ্যে সমন্বয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।