জীবননগর অফিস
জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের ইসলামী ছাত্রশিবিরের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বিকালে সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা মাঠে উথলী ইউনিয়ন ও কেডিকে ইউনিয়নের মধ্যে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পূর্বে উভয় দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন জামায়াতে ইসলামীর জীবননগর উপজেলা শাখার নায়েবে আমির শাখাওয়াত হোসেন, উথলী ইউনিয়নের আমির মাওলানা আরিফুল ইসলাম, সেক্রেটারি এম হাসানুজ্জামান, ইউনিয়ন বায়তুল মাল আব্দুল কুদ্দুস, উথলী ইউনিয়নের ছাত্রশিবিরের সভাপতি অমিত হোসেনসহ ইউনিয়ন ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় উথলী ইউনিয়ন ফুটবল একাদশ ৩/১ গোলের ব্যবধানে জয়লাভ করে।