আলমডাঙ্গা অফিস
চুয়াডাঙ্গা জেলা যুবদলের সংগ্রামী ও বিপ্লবী সভাপতি শরিফ উর জামান সিজার এর নেতৃত্বে হারদী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল থেকে হারদী ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও বাজারে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এই কর্মসূচিতে দেশীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব সাধারণ মানুষের মাঝে প্রচার করা হয়।
জেলা যুবদলের সভাপতি শরিফ উর জামান সিজার জানান, “আমরা জনগণের কাছে সরাসরি পৌঁছে তাদের মতামত জানার চেষ্টা করছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোটের জন্য সমর্থন চাই।”
এ সময় উপস্থিত ছিলেন- জেলা যুবদলের সহ সভাপতি আবুল কালাম আজাদ, জেলা যুবদলের প্রচার সম্পাদক উজ্জ্বল, জিয়া, রাসেল, পারভেজ, জেলা বিএনপির নেতা আক্তার উজ্জামান, আলমডাঙ্গা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারুক উজ্জামান, আব্দুল আল মামুন, বাবু, ডালিম, আলমগীর, উপজেলা যুবদল নেতা চয়েন, জামাল, আরিপ, রিপন, পাশাপাশি হারদী ইউনিয়নের ছাত্রদল, যুবদল ও বিএনপির অন্যান্য নেতা-কর্মীরা।
উক্ত গণসংযোগ ও লিফলেট বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে বিএনপির ভাবমূর্তি ও নির্বাচনী কর্মসূচি সম্পর্কে সচেতন করা এবং আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।