পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার নয়মাইল বাজারের দোকানের সাটার কেটে চুরির ঘটনায় সাইম (১৮)নামের একজনকে পুলিশ গ্রেফতার করেছে। শুক্রবার দিনগত রাত আড়াইটার সময় সদর থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন। সাইম মোহাম্মদজমা খন্দকারপাড়ার বাবুলের ছেলে। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা সদরের নয়মাইল বাজারে গত বুধবার দিনগত রাতে দুটি দোকানের সাটার ও তালা ভেঙ্গে চুরি হয়। সিসিটিভি ফুটেজ দেখে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমানের নেত্বতে সিন্দুরিয়া পুলিশ ফাঁড়ির এসআই মতিয়ার রহমান সাড়াশি অভিযান চালিয়ে সাইমকে গ্রেফতার করে।