আন্দুলবাড়িয়া প্রতিনিধি
জীবননগরের আন্দুলবাড়িয়ায় জাকের পাটির উদ্যোগে নির্বাচনী জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৩টায় মিস্ত্রিপাড়া ফুড গোডাউনের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। জাকের পাটির ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাকের পাটির চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ও চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল লতিফ খান যুব রাজ।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন, চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারন সম্পাদক মুজিবর রহমান। বক্তব্য রাখেন, জেলা শ্রমিক ফ্রন্টের সভাপতি তেয়াক্কেল খান, জেলা কৃষক ফ্রন্টের সভাপতি আব্দুল মজিদ, জেলা বাস্তহানা ফ্রন্টের সভাপতি সাইদুর রহমান, জেলা মৎসজীবি ফ্রন্টের সভাপতি হালিম মিয়া, জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি শহিদ হোসেন, জেলা ওলামা ফ্রন্টের সভাপতি মাও: আবু সাঈদ মুহাদ্দেসি, কেন্দ্রীয় তালাবা ফ্রন্টের যুগ্ন সাধারন সম্পাদক মুফতি কামাল হোসাইন আশেকী, জাকের পাটির জীবননগর উপজেলা শাখার সহ- সভাপতি আজিজুল হক, উপজেলা ছাত্র ফ্রন্টের সাধারন সম্পাদক পলাশ হোসেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন জাকের পাটির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, আন্দুলবাড়িয়া ইউনিয়ন ছাত্র ফ্রন্টের সভাপতি রাকিব হাসান, সেক্রেটারী কবীর হোসেন, ইউনিয়ন যুব ফ্রন্টের সভাপতি খাইরুজ্জামান মুক্ত, বাস্তহারা ফ্রন্টের সভাপতি এসএম হাসিবুর রহমান ও শ্রমিক ফ্রন্টের সভাপতি কাজি রুমী প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাকের পাটির জীবননগর উপজেলা শাখার সাধারন সম্পাদক আক্কাচ আলী সুজন। অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা লিফলেট ও ফেষ্ঠুন নিয়ে র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।
আন্দুলবাড়িয়ায় জাকের পাটির উদ্যোগে নির্বাচনী জনসভা
