স্টাফ রিপোর্টার
মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ উপায়ে ভারতে যাওয়ার সময় ৮ বাংলাদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত বুধবার বিজিবি ৩টি পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতদের মধ্যে ৩ জন নারী, ৩ জন পুরুষ ও ২ জন শিশু রয়েছে। এছাড়া আরো পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে মদ ও ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
৫৮-বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, গতকাল বৃহস্পতিবার জীবননগর উপজেলার রাজাপুর বিওপি’র সীমান্ত পিলার ৭২/১-এস এর নিকট রাজাপুর গ্রামে নায়েব সুবেদার মোঃ ভূঁইয়া ইকবাল হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর আগে বুধবার বেলা ২টার দিকে জীবননগর বিওপি’র সীমান্ত পিলার ৬৮/এমপি এর কাছে গোয়ালপাড়া গ্রামে সুবেদার মোঃ হাফিজুর রহমানের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
অপরদিকে বুধবার সন্ধ্যা ৬টার দিকে বাঘাডাংগা বিওপির সীমান্ত পিলার এ নিকট হুদাপাড়া গ্রামে হাবিলদার মোঃ জিনারুল ইসলামের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধ উপায়ে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জন বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটক পুরুষ সদস্য হলো ভোলা জেলার মনপুরা থানার পূর্ব আদিবাড়ী গ্রামের রুমান চন্দ্র দাস ( ২৮)

একই দিন রাত সাড়ে ৯টার দিকে শ্রীনাথপুর বিওপির সীমান্ত পিলার ৬১/১-এস এর নিকট শ্রীনাথপুর হালদারপাড়া গ্রামে হাবিলদার মোঃ বারেক হাওলাদারের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। এ সময় অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার চেষ্টাকালে ২ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ ও ১ জন নারী। আটক পুরুষ সদস্য হলো সাতক্ষীরা জেলার তালা থানার তেতুলিয়া গ্রামের কাজী আছাদ উল্লাহ (৪৪ )।
একই দিন রাত ৯টার দিকে খোসালপুর বিওপির সীমান্ত পিলার ৬০/৭৪-আর এর নিকট খোশালপুর গ্রামে হাবিলদার মোঃ মোশারফ হোসেনের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে। অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে যাওয়ার সময় ৩ জন বাংলাদেশী নাগরিক আটক করা হয়। এর মধ্যে ১ জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে। আটক পুরুষ সাতক্ষীরা জেলা সদরের তেুলতলা গ্রামের ওবায়দুল হোসেন (৪৮)। আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।