দর্শনা অফিস
দর্শনা দক্ষিণ চাঁদপুর তেতুলতলায় ব্রাদার্স রাইস মিলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে সংঘটিত এ ঘটনায় রাইস মিলের পাশাপাশি মালিকের ব্যক্তিগত মোটরসাইকেলও পুড়ে যায়।
মিল মালিকের ভাই মন্টু মোল্লা জানান, খন্দকার সাইফুল আজম সেন্টু ও তার ছেলে খন্দকার সাহাব উদ্দিনের মালিকানাধীন ব্রাদার্স রাইস মিলে হঠাৎ আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে মিলের বিভিন্ন মালামাল ভস্মীভূত হয় এবং একটি পালসার মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের প্রাথমিক ধারণা, তরল দাহ্য পদার্থ থেকেই এ অগ্নিসংযোগের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।