চুয়াডাঙ্গা সদরে অভিযান চালিয়ে হিরামন টিয়া ও  ঘুঘু জব্দ, পরে অবমুক্ত

স্টাফ রিপোর্টার

চুয়াডাঙ্গার সদর উপজেলার কাথুলী গ্রামের জহরুল ইসলাম ঝুজোর ছেলে সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে ৫০ টি হিরামন টিয়া ও ৩ টি ঘুঘু জব্দ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা বারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম সাইফুল্লাহ।

জানা গেছে,  সোহাগ বেশ কিছুদিন ধরে দেশীয় বন্য পাখি শিকার ও পাচার করে আসছিল যা দেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন -২০১২ অনুযায়ী দন্ডনীয় অপরাধ। তাকে বেশ কয়েকবার সচেতন ও সতর্ক করা হলেও এই ধরনের কাজ থেকে সে নিবৃত্ত হচ্ছিল না। তাই গতকাল উপজেলা প্রশাসন, বন বিভাগ ও স্বেচ্ছাসেবকদের যৌথ অভিযানে পাখিগুলো তার বাড়ি থেকে উদ্ধার করা হয়। বিষয়টিটের পেয়ে অভিযুক্ত আগেই সটকে পড়ে। সোহাগকে খুঁজে না পাওয়ায় চেয়ারম্যান সাহেব অভিযুক্তকে ইউএনও অফিসে হাজির করার দ্বায়িত্ব নেন। পরে পাখিগুলো উন্মুক্ত স্থানে এনে সবার সামনে অবমুক্ত করে দেওয়া হয়।

এ সময়  বন বিভাগ, বন্যপ্রাণী নিয়ে কাজ করা সংগঠন পানকৌড়ি কনজারভেশন ক্লাব, পানকৌড়ি কনজারভেশন ক্লাবের সভাপতি- বখতিয়ার হামিদ, সদস্য- ছাব্বির, পারভেজ, জীববৈচিত্র্য সংরক্ষণ যুব সংস্থা আলমডাঙ্গার সাধারণ সম্পাদক- শাকিল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক-আরাফাত রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *