মহেশপুর বিজিবি অধিনায়কের পূজা মন্ডপ পরিদর্শন, আর্থিক অনুদান প্রদান

স্টাফ রিপোর্টার

মহেশপুর ৫৮- বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মোঃ রফিকুল আলম পিএসসি সোলেমানপুর সার্বজনীন দুর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। সোমবার বেলা ১১টার দিকে তিনি এ পূজা মন্ডপ পরিদর্শন করেন।

                  লে. কর্ণেল মোঃ রফিকুল আলম পরিদর্শনকালে সোলেমানপুর সার্বজনীন দুর্গা পূজা মন্ডপের আয়োজক কমিটির সভাপতি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সাথে মত বিনিময় করেন।  পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়ে খোঁজ-খবর নেন। পরবর্তীতে তিনি পুজা মন্ডপ কমিটির সভাপতির নিকট দশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। পরিদর্শনকালে ৫৮ বিজিবির উপ-অধিনায়ক সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর্থিক অনুদান পেয়ে পূজা মন্ডপ কমিটি বিজিবি’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *