হিজলগাড়ী প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার হিজলগাড়ীতে পানিতে ডুবে আরিয়ান নামে ১৭ মাস বয়সী এক শিশু মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৭ টার দিকে নিজ বাড়ির পাশে পুকুরে এই দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলা নবগঠিত নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী মাঝের পাড়ার মোঃ খতিব হোসেনের ছেলে আরিয়ান সকালে ঘুম থেকে উঠে বাড়ির উঠানে খেলা খেলছিলো। খেলতে গিয়ে সবার অজান্তে বাড়ির পাশে একটি পুকুরে শিশু আরিয়ান পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বাড়ির উঠানে শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরে থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) ও দর্শনা থানার ওসি শহীদ তিতুমীর। পরিবারের কোন অভিযোগ না থাকায় দুপুর দুইটার দিকে নামাজা জানাজা শেষ দাফন সম্পন্ন করা হয়েছে।