আলমডাঙ্গার জামজামি ইউনিয়ন বিএনপির ধানের শীষের পক্ষে  গণসংযোগ 

 আলমডাঙ্গা অফিস ঃ 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামজামি ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল  রবিবার বিকাল সাড়ে চারটায় জামজামি বাজারে  গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির প্রতীক ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ, সহ-সভাপতি লুৎফর রহমান, ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক মিয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাসান।
আরও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড সভাপতি বেনজির আহমেদ স্বপন, ৫নং ওয়ার্ড সভাপতি মুতালেভ, ৬নং ওয়ার্ড সভাপতি ইলিয়াস, ৭নং ওয়ার্ড সভাপতি শফি, ৮নং ওয়ার্ড সভাপতি বাবু-মাকতার।

এছাড়াও যুবদল নেতা সালাম শাহ, সাইদুর রহমান, পলাশ হাসান, রানা, মেহেদী, ছাত্রদল নেতা তুহিন মাহমুদ, নাজমুল জোহান, মৎস্যজীবী দলের সদস্য সচিব বজলুর রহমান ও নায়েবসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগ শেষে জামজামি ইউনিয়ন বিএনপির সভাপতি আলম শাহ  বলেন,“ফ্যাসিস্ট আওয়ামিলীগ  সরকারের দমন-পীড়ন ও ভোট ডাকাতির রাজনীতি থেকে দেশ মুক্ত হয়েছে । বিএনপির প্রতীক ধানের শীষই হলো জনগণের মুক্তির প্রতীক। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয়ের মাধ্যমে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। জনগণ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দেবে বিএনপি।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *