কেডিকে প্রতিনিধি
আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির লিফলেট বিতরণ করেছে। গতকাল রবিবার বিকাল ৫টার দিকে কেডিকে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দেহাটি বাজার হতে কাশিপুরের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা যুবদলের সদস্য সচিব কামরুল ইসলাম, জীবননগর উপজেলা যুবদলের যুগ্ম সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব সরোয়ার হোসেন ও সদস্য বাবু, কেডিকে ইউনিয়নের বিএনপির সভাপতি মনোয়ার মাস্টার, সহ-সভাপতি বজলুল রহমান টুটু, সাধারণ সম্পাদক রবিউল আলিম, জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান, কেডিকে ইউনিয়ন বিএনপির ৩নং ওয়ার্ড সভাপতি হান্নান মন্ডল, সহ-সভাপতি আনেছুর রহমান ডাবলু, যুবদল নেতা আবু সামা টোকন, শামিম শাহ্, ইয়ামিন, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল নেত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।