স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামের নির্বাচনী সমাবেশে অ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেছেন, জবাবদিহিতা মূলক রাষ্ট্র গঠনের জন্য দাঁড়িপাল্লায় ভোট দিন। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার কুলচারা গ্রামে ৭ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা -১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থীজেলা সহকারী সেক্রেটারি অ্যাড. মাসুদ পারভেজ রাসেল প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন যার যেটা হোক আমরা সেটা তাকে বুঝিয়ে দিতে চাই। ৫৪ বছর দেশ স্বাধীন হলেও দেশের মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন হয়নি। সমাজ যারা পরিচালনা করে তারা বিভিন্ন ব্যবসা থেকে পারসেন্ট নিই, জনগণের থেকে চাঁদা নিই, রাস্তা থেকে পারসেন্ট নিই, যার কারণে জনগণ সঠিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমাদের চিকিৎসা ক্ষেত্রে নাজুক অবস্থা। লোকাল এলাকায় প্রত্যেক ইউনিয়নেই স্বাস্থ্য কমপ্লেক্স আছে কিন্তু তার কার্যকারিতা নেই, আমরা যারা শহর এলাকায় বাস করি আমাদের জন্য সদর হাসপাতাল আছে কিন্তু চিকিৎসা নিতে জটিল অবস্থা দেখা দিলে আমাদেরকে চিকিসকগণ আমাকে বাইরে পাঠিয়ে দেয় কিন্তু আমি গরিব মানুষ আমার পক্ষে বাইরে চিকিৎসা নেয়া সম্ভব নয়। এ থেকে জাতিকে মুক্তি দেওয়া দরকার।
তিনি বলেন- মেয়েদের লেখাপড়া বিস্তার ঘটানোর জন্য, মেয়েরা যে যে পেশায় আছে সেই পেশা সঠিকভাবে পালন করার জন্য,সেই সাথে সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পরিবর্তন দরকার। সেই পরিবর্তন প্রতিষ্ঠা করতে আপনাদেরকে নতুন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা অর্থ সম্পাদক কামাল উদ্দিন আলমডাঙ্গা উপজেলা আমির শফিউল আলম বকুল, চুয়াডাঙ্গা পৌরসভার আমির অ্যাডভোকেট হাসিবুল ইসলাম, পৌর নায়েবে আমির মাহবুব আশিক শফি,সেক্রেটারি মোস্তফা কামাল প প্রচার সম্পাদক হুমায়ুন কবির। জেলা প্রাথমিক শিক্ষা ফেডারেশনের সভাপতি মাসুদ রানা প্রমুখ।
সভাপতিত্ব করেন ৭ নম্বর ওয়ার্ড সভাপতি হাফেজ আব্দুস সালাম।