দর্শনা অফিস
দর্শনার আজমপুর ও মোহাম্মদপুর এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা দূরীকরণে ছাত্র জনতার উদ্যোগে পানি নিষ্কাশনের কাজ শুরু হয়েছে। ‘আমরা তরুণ, আমরা শক্তি, পৌরবাসীর জন্য আনব মুক্তি’ এই স্লোগান নিয়ে বদ্ধজল অপসারণ ও দূষণ প্রতিরোধে মাঠে নেমেছে দর্শনার ছাত্র জনতা। শনিবার দুপুর ১২টার দিকে মোটর ও পাইপের মাধ্যমে বদ্ধ বৃষ্টির পানি নিষ্কাশনের কার্যক্রম শুরু হয়। এতে আজমপুর ও মোহাম্মদপুরের দীর্ঘ জলাবদ্ধতা নিরসনের পথ উন্মুক্ত হলো।
পানি নিষ্কাশন প্রকল্পের উদ্বোধনী কার্যক্রমে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক তানভীর রহমান অনিক, আবিদ হাসান রিফাত, সোহান ইসলাম, রাতুল, সাইফুর রহমান অনিক, শাহরিয়ার রোহোমত আল সাহাব জোয়ার্দার, কে এ মুসাফির, আরমান, তৌহিদ, মাসুমসহ স্থানীয় প্রতিনিধিরা। এলাকাবাসীর পক্ষ থেকে ফয়সাল তাদের অভিনন্দন জানান।
এসময় তানভীর রহমান অনিক বলেন, দীর্ঘদিন ধরে দর্শনা পৌরসভার ৩নং ওয়ার্ড ও ২নং ওয়ার্ডের মানুষ মারাত্মক জলাবদ্ধতার মধ্যে বসবাস করছে। এখানে আমাদের নিকট আত্মীয়-স্বজনরা থাকেন। গলি-রাস্তাগুলোতে প্রায়ই হাঁটু পানি জমে থাকে, যার কারণে সাধারণ পথচারিদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ফয়সাল নামের স্থানীয় বাসিন্দা বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, পানি নিষ্কাশনের কোন স্থায়ী ব্যবস্থা নেই। এ কারণে বর্ষা মৌসুম তো বটেই, সামান্য বৃষ্টিতেই এই এলাকার মানুষ জলাবদ্ধতার কবলে পড়েন। দীর্ঘদিন ধরে এ সমস্যার মধ্যে থেকে মানুষজন কষ্ট সহ্য করে আসছে। আমরা চাই, খুব দ্রুত যেন একটি কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা গ্রহণ করা হয়। এতে কেবল জলাবদ্ধতা দূর হবে না, এলাকাবাসীর জীবনযাত্রাও স্বাভাবিক হবে।