স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। গতকাল বিকালে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৫ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপদভাবে উদযাপনের লক্ষ্যে চুয়াডাঙ্গা সদরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শনের শুরুতে পৌর এলাকার বেলগাছি পূজা মন্ডপ পরিদর্শন করেন। পরে কুকিয়া চাঁদপুর, কুন্দিপুর, নেহালপুর, ফুলবাড়ি ও ডিঙ্গেদহ খাজুরা পূজামন্ডপ ঘুরে দেখেন। জেলা প্রশাসক পূজা মন্ডপে পৌছুলে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদেরকে স্বাগত জানান।
পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপসমূহের সামগ্রিক পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন। প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপনসহ জনসাধারণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি এ সময় সংশ্লিষ্ট সকলকে পূজা উদযাপনের ক্ষেত্রে সম্প্রীতি, সৌহার্দ্য ও ধর্মীয় সহাবস্থান বজায় রেখে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহসহ প্রশাসনের অন্যান্য দায়িত্বশীল কর্মকর্তা এবং সংশ্লিষ্ট পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিবৃন্দ।