গাংনীতে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

মেহেরপুর অফিস

মেহেরপুরের গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামের মাঠ থেকে দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো সময় চোরেরা এ ঘটনা ঘটায়।

স্থানীয় কৃষকেরা জানান, এলাকায় অনেকদিন এ ধরনের চুরি হয়নি। তবে ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় এলাকার প্রায় কয়েক শত একর জমির ফসল সেচ সংকটে পড়েছে। এতে কৃষকদের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকেরা আরও বলেন, বিভিন্ন মাঠে বৈদ্যুতিক সরঞ্জাম চুরি হলেও এর সুরক্ষায় তেমন কোনো উদ্যোগ নেওয়া হয় না। কৃষক ট্রান্সফরমার রক্ষা করতে স্থানীয়ভাবে লোহার রড ও শিকল দিয়ে আটকানো হলেও রক্ষা করা সম্ভব হচ্ছে না। প্রশাসনও কোন চোর ধরতে পারেনা।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। চুরির সাথে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *