খন্দকার শাহ আলম মন্টু, আলমডাঙ্গা
আলমডাঙ্গা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক বিভাগের হাটবোয়ালিয়া-বামুন্দী সড়কের হাটবোয়ালিয়া হাটের পানি বের হওয়া ড্রেনের বক্স কালভার্টটি দেবে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং যাত্রীসাধারণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে ভারী যানবাহন চলাচলের কারণে কালভার্টটির ওপর চাপ বাড়ছিল। গত সোমবার সকালে হঠাৎ কালভার্টের একটি অংশ মালবাহী ট্রাকের পিছনের চাকাসহ দেবে গিয়ে প্রায় দুই ফুট গভীর গর্ত তৈরি হয়। এতে ছোট-বড় সব ধরনের যানবাহন চলাচলে চরম ঝুঁকির সৃষ্টি হয়েছে। এই সড়ক দিয়ে প্রতিদিন শত শত যানবাহন চলাচল করে। কালভার্ট দেবে যাওয়ায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীরাসহ বামুন্দী, হাটবোয়ালিয়া ও আলমডাঙ্গা পশুরহাটে যাতায়াতকৃত পশু পরিবহনের গাড়ি বেশি দুর্ভোগ পোহাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, সড়ক বিভাগ কালভার্টটির সংস্কারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। দ্রুত এটি মেরামত করা না হলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। স্থানীয়রা দ্রুত কালভার্টটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।