দর্শনা অফিস
আগামী শুক্রবার জামায়াতের কেন্দ্র ঘোষিত ৫দফা দাবীতে থানা পর্যায়ে বিক্ষোভ মিছিল বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতের দর্শনা থানার শাখার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় দর্শনা বাসস্ট্যান্ডস্থ ইসলামী পাঠাগারে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক দামুড়াহুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাওলানা আজিজুর রহমান। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আব্দুল কাদের, জেলা কর্ম পরিষদ সদস্য মাসুমবিল্লাহ, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল ইসলাম, থানা সহকারী সেক্রেটারী জাহিদুল ইসলাম জাহিদ, দর্শনা পৌর আমীর সাহিকুল আলম অপুসহ ৮টি ইউনিয়ন ও দর্শনা পৌর শাখার সকল পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ্ব। সভায় আগামী শুক্রবারের কেন্দ্র ঘোষিত ৫দফা দাবীতে দর্শনা থানার বিক্ষোভ মিছিল বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।