পি.আর.পদ্ধতিতে নির্বাচন ও জুলাই সনদের দাবিতে চুয়াডাঙ্গায় ইসলামী আন্দোলনের শোভাযাত্রা

স্টাফ রিপোর্টার

ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে পি.আর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠার দাবিতে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে দশটার সময় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শোভাযাত্রার আয়োজন করা হয়।

                        এই শো-ডাউনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা শাখার সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলাম আজিজী।

শোভাযাত্রাটি চুয়াডাঙ্গা-দামুড়হুদা-দর্শনা, জীবননগর, হাসাদাহ-আন্দুলবাড়িয়া, গড়ুইটিপি হয়ে সরোজগঞ্জে পৌঁছায় । সেখান থেকে আলমডাঙ্গায় গিয়ে নামাজ ও খাবারের বিরতি নেওয়া হয়। এরপর আলমডাঙ্গা হাটবোয়ালিয়া রোড হয়ে আসমানখালী হয়ে শোভাযাত্রাটি আবার চুয়াডাঙ্গা শহরে এসে শেষ হয়। এ সময় সংগঠনের সভাপতি হাসানুজ্জামান সজীব বলেন “দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে কার্যকর করতে পি.আর. পদ্ধতির কোনো বিকল্প নেই। এই পদ্ধতির মাধ্যমে প্রতিটি ভোটের মূল্যায়ন নিশ্চিত হবে এবং জনগণের প্রকৃত মতামত সংসদে প্রতিফলিত হবে। জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করাও এখন সময়ের দাবি। আমরা শান্তিপূর্ণভাবে দৃঢ়চিত্তে এই দাবিগুলো উপস্থাপন করছি।

মাওলানা জহুরুল ইসলাম আজিজী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সব সময় শান্তিপূর্ণ, আইনানুগ ও জনগণনির্ভর রাজনৈতিক ধারায় বিশ্বাসী। পি.আর. পদ্ধতির বাস্তবায়ন হলে দেশের রাজনীতিতে একটি ভারসাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠা পাবে। এ সময় কয়েক হাজার নেতাকর্মী শ্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো চুয়াডাঙ্গা অঞ্চল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *