আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় জামায়াতের দিন ব্যাপী ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ ফ্রী মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত। জামায়াতে ইসলামী আলমডাঙ্গা পৌর শাখার সমাজকল্যাণ বিভাগ আদ্-দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল এর সহযোগিতায় মেডিক্যাল ক্যাম্পটির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা হাদী জিয়া উদ্দিন আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মেহেদী ইসলাম, আলমডাঙ্গা বনিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমীর শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, জিএ সাংগঠনিক থানা শাখার আমীর আব্বাস উদ্দিন, আলমডাঙ্গা পৌর সেক্রেটারি মাওলানা মোসলেম উদ্দিন, পৌর নায়েবে আমীর মাওলানা জুলফিকার আলি, মাওলানা আব্দুল কাদের, সহকারী সেক্রেটারি সাইফুল্লাহ হাসানসহ পৌর ও ওয়ার্ড জামায়াত নেতৃবৃন্দ।
ফাউন্ডেশনের পরিচালক ও পৌর জামায়াতের আমীর মোঃ মাহের আলীর তদারকিতে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে চিকিৎসা প্রদান করেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট ডাঃ মাহবুবুর রহমান ( মিলন), শিশু রোগ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক ও সাবেক উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলহাজ্ব লিয়াকত আলী, নাক-কান ও গলা বিশেষজ্ঞ ও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কনসালটেন্ট ডাঃ এএসএম নাজিমুজ্জামান মিলন, গাইনী ডাঃ নুসরাত নওরিন নাহার (সেতু), মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ আল-আমিন ও ডাঃ মোঃ সাজিদ হাসান। মেডিক্যাল ক্যাম্প থেকে ৫ শতাধিক মানুষকে চিকিৎসাসেবা ও ঔষধ প্রদান করা হয়।