ঝিনাইদহে বিদ্যুতের পিলার ভাঙা নিয়ে দু’পক্ষের মারামারি

ঝিনাইদহ অফিস


ঝিনাইদহ সদরের রুপদাহ গ্রামে বিদ্যুতের পিলার ভাঙা নিয়ে বিরোধের জেরে মারামারিতে অন্তত ৫ জন আহত হয়েছে। সে সময় ভাংচুর করা হয় ৫টি বাড়ি ও ১টি দোকান। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৩ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি দু’জন বাড়িতেই প্রাথমিক সেবা নিচ্ছেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৮ মাস আগে সদর উপজেলার পোড়াহাটি ইউনিয়নের রুপদাহ গ্রামে রাতের আধারে কে বা কারা একটি বিদ্যুতের পিলার ভেঙে ফেলে। এ নিয়ে পোড়াহাটি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি বক্কার বিশ্বাস এবং ওই ওয়ার্ডের সাবেক সভাপতি ফজলু মন্ডল গ্রুপের সমর্থকরা বসে বিষয়টি মিমাংশা করে। মিমাংশার পরও এই দুই গ্রপের মধ্যে আধিপত্তের বিরোধ বিদ্যমান ছিল। এরই জেরে সকালে ফজলু মন্ডলের সমর্থকরা আবুবকরের সমর্থকদের উপর হামলা করে। সে সময় ভাংচুর করা হয় বাড়ি ও দোকান।


ঝিনাইদহ সদর থানার অফিসার ইনর্চাজ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে মারামারির সুত্রপাত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি, কাউকে আটকও করা হয়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *