আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালি স্কুলপাড়া গ্রামে যৌথ অভিযানে ২০১ বোতল মদ ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করেছে সেনা ও পুলিশ সদস্যরা। এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর হারদী অস্থায়ী ক্যাম্পের অফিসারের নেতৃত্বে এবং এসআই (নিঃ) আলমগীর কবীর, মুন্সিগঞ্জ পুলিশ ক্যাম্প ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার জেহালা ইউনিয়নের খুদিয়াখালি গ্রামের কালি দাসের ছেলে চয়ন দাস (৩৩), চয়ন দাসের স্ত্রী আরতি দাস (৩০), মাধব দাসের ছেলে সঞ্জয় দাস (২৫), ও জয় দাস (১৯), অধির দেবনাথের ছেলে অখিল দেবনাথ (৩৮)।
গোপন সংবাদের ভিত্তিতে আসামী চয়ন দাসের চার কক্ষ বিশিষ্ট একতলা বাড়িতে অভিযান চালিয়ে উত্তর পাশের রুমের খাটের নিচ থেকে অবৈধ মাদকদ্রব্য ২০১ বোতল ঈঅজঊডঝ মদ (২০১ লিটার) উদ্ধার করা হয়। এছাড়া আসামীদের কাছ থেকে ৩টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
উদ্ধারকৃত আলামত জব্দ করে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মামলা নং-২৫, তাং-১৯/০৯/২০২৫ খ্রিঃ, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২৪(গ)/৪১ এ মামলা রুজু করা হয়। আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান পিপিএম বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানের অংশ হিসেবে এ সাফল্য এসেছে। মাদক ব্যবসায়ীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।