মেহেরপুর অফিস
নির্বাচনী সংস্কার কমিশন প্রধান ড.বদিউল আলম মজুমদার বলেছেন, নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি এটা হওয়া দরকার। আমরা আশাবাদি যে, আমরা ঐক্যমতে পৌছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।
শুক্রবার সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সু-শাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার, দি হাঙ্গার প্রজেক্ট কেন্দ্রীয় সমন্বয়কারী তাজিমা হোসেন মজুমদার, গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।
ঐক্যমতের মাধ্যমেই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, ড.বদিউল আলম মজুমদার
