ঝিনাইদহ অফিস
ঝিনাইদহ সদরের মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফাইনাল ফুটবল ম্যাচ। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে শুরু করে ৪টি দলের সমন্বয়ে গোয়ালপাড়া মাধ্যমিক বিদ্যালয় বনাম হাট-গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় এবং মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় বনাম পুটিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। সেমিফাইনাল খেলে দুটি দল, মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় ও হাট-গোপালপুর মাধ্যমিক বিদ্যালয় জয়লাভ করে ফাইনালে সংগ্রহন করে। এরপর বিকাল ৪টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দিয়ে মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয় ১-০ গোলে পরাজিত লাভ করে।
এসময় উপস্থিত ছিলেন,অ্যাড. আব্দুল আলিম, শিক্ষক সাজিবুর রহমান, আমানত হোসেনসহ অন্যান্য শিক্ষকবন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রতি বছর গ্রীষ্মকালে শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে এমন আয়োজন হয়, সারাদেশের ন্যায় ঝিনাইদহেও অনুষ্ঠিত হচ্ছে। খেলায় একটি দল জিতবে ও একটি দল হারবে সেটা নিয়ে কোনো প্রকার বিশৃঙ্খলা তৈরি করা যাবে না। আজকের খেলাই যারা পরাজিত হবে তারা আগামীতে উপজেলা পর্যায়ে খেলার সুজগ পাবে সুতরাং সবাইকে সুন্দর শৃংখলভাবে খেলতে হবে। সুন্দর জীবন উপভোগ করতে হলে জীবনে সুস্থ বিনোদনের প্রয়োজন রয়েছে।৫২তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষার গ্রীষ্মকালীন প্রতিযোগিতার মধ্যে দিয়ে আমরা সুন্দর একটি মুহুর্ত সবাইকে উপহার দেবো।
খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক নাছিবুর রহমান। টানা দুইদিন ব্যাপি এ খেলাই ধাপে ধাপে পরাজিত হয়ে সবাইকে পেছনে ফেলে মাওলানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার খেলবে উপজেলা পর্যায়ে।