পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গার কুশোডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নও উত্তম চর্চা সম্পর্কে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জহিরুল ইসলাম সদর উপজেলার ২৬নং কুশোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রম, পাঠদান পদ্ধতি, শিক্ষার্থীদের উপস্থিতি এবং অবকাঠামোগত সুবিধাদি প্রত্যক্ষ করেন। পরবর্তীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ এবং বিদ্যালয়ে উত্তম চর্চা প্রতিষ্ঠার লক্ষ্যে শিক্ষক ও অভিভাবকদের নিয়ে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক শিক্ষার গুণগত মান বজায় রাখতে সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান এবং আধুনিক ও সময়োপযোগী শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে জেলা প্রশাসক পরবর্তীতে সদর উপজেলাধীন পদ্মবিলা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন। তিনি সেখানে স্বাস্থ্যসেবা কার্যক্রমের মান, মা ও শিশু স্বাস্থ্যসেবা, পারিবারিক পরিকল্পনা কার্যক্রম এবং সেবাগ্রহণকারীদের সন্তুষ্টি বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি স্বাস্থ্যসেবা প্রদানের মানোন্নয়ন ও সেবার পরিধি বৃদ্ধির জন্য কর্তব্যরত কর্মকর্তা-কর্মচারীদের যথাযথ নির্দেশনা প্রদান করেন।
উক্ত পরিদর্শন কার্যক্রমে জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এম. সাইফুল্লাহ এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব এস. এম. আশিস মোমতাজ।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মহিউদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার চুয়াডাঙ্গা, এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন