ঝিনাইদহে দু’গ্রুপের সংঘর্ষে ১২জন আহত

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের হরিসংকরপুর ইউনিয়নের কোদালিয়া গ্রামে সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহতরা ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া গ্রামে দীর্ঘদিন ধরে বিএনপির দু’গ্রুপের মধ্যে সামাজিক বিরোধ চলে আসছিল। সম্প্রতি বৃষ্টিতে স্থানীয় বিএনপি নেতা আব্দুল হাই গ্রুপের শোয়েব নামের এক ব্যক্তির পুকুরের মাছ ভেসে যায় এ সময় অপর বিএনপি নেতা টুকু মুন্সি গ্রুপের লোকজন ভেসে যাওয়া মাছ শিকার করার সময় আব্দুল হাই গ্রুপের অলিয়ার রহমানসহ তার ভাই শোয়েব মাছ ধরতে নিষেধ করেন। নিষেধাজ্ঞ অমান্য করে তারা মাছ ধরতে থাকে সে সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। তারই জের ধরে হরিশংকরপুর ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতির জানাযার নামাজ শেষ করে শোয়েব বাড়ি ফিরছিলেন এ সময় টুকু মুন্সি গ্রুপের লোকজন তার উপরে হামলা করেন। এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। এরই জের ধরে গতকাল সকালে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের নারী ও পুরুষসহ অন্তত ১২ জন আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় অভিযোগ না আসায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনা স্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *