চুয়াডাঙ্গায় ৫২তম জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় ৫২ তম জাতীয় আন্তঃস্কুল-মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সদর উপজেলা পর্যায়ের খেলা-ধুলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে বালিকা ফুটবলের মধ্য দিয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। প্রতিযোগিতার উদ্বোধন করেন চুয়াডাঙ্গা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সোহেল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন, মাখালডাঙ্গা দীননাথপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সাবুত আলী, মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আলমগীর হোসেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ক্রীড়া সংস্থার অহবায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ মালিক সুজন, চুয়াডাঙ্গা কামিল মাদরাসার গভর্নিং বডির বিদ্যুৎসাহী সদস্য সাবেক ফুটবলার বিপুল হাসান হ্যাজি, সাবেক ফুটবলার বাবু মুন্সী প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মো: রকিবুল ইসলাম।
উদ্বোধনী দিনে চুয়াডাঙ্গা সদর উপজেলা পর্যায়ের ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। গতকালের ম্যাচে জয়লাভ করে পীরপুর আমিনা খাতুন মাধ্যমিক বিদ্যালয়, মালিক আব্দুল বারী মাধ্যমিক বিদ্যালয়, সরোজগঞ্জ ছাদেমান্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। আজ একই মাঠে সকাল ৯টা থেকে বালকদের ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে। গতকালের খেলাগুলো সার্বিকভাবে পরিচালনায় সহযোগিতা করেন হাফিজুর রহমান, আব্দুল হাই, রকিবুল ইসলাম (ইসলাম রকিব) ফিরোজ উদ্দিন, শোয়েব আহমেদ, মুক্তাদির রহমান, হাসান আলি, খাজের আলী, বিলকিস নাহার ও ইমাম হোসাইন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *