তিতুদহ ইউনিয়নে জামায়াতের নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত

তিতুদহ প্রতিনিধি 

চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন জামায়াত ইসলামীর আয়োজনে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টা দিকে গিরিশনগর বাজারের তিতুদহ ইউনিয়ন জামায়াতের কার্যলয়ে মহিলা ও পুরুষ দায়িত্ব¡শীলদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমীর অ্যাড. রুহুল আমিন। তিনি বলেন, সুন্দর ভাবে আগমী দিন গুলো পরিচালনা করার জন্য দাঁড়িপাল্লা ভোট দিন এবং আমরা এই সমাজকে একটা ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই। আমরা কারো চোখ রাঙ্গানোকে পরয়া করিনা। সকল বাতিল শক্তি কে মোকাবেলা করে এই দেশের মানুষের মুখে হাসি ফোটাতে চাই।

এই সময় বিশেষ অতিথি ছিলেন, জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান। তিনি বলেন, সত্যর পথে চলতে হবে এবং ইসলামে শাসন প্রতিষ্ঠা করতে হবে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জেলা তালিমুল কুরআন সভাপতি মাওলানা মহিউদ্দিন, দুই আসনের যুব বিভাগ পরিচালক মহাসিন এমদাদ জামিল, দর্শনা থানার আমির মাওলানা রেজাউল করিম, থানা সেক্রেটারি মাহাবুবুর রহমান টুকু, খায়রুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন, তিতুদহ ইউনিয়ন জামায়তের মহিলা ও পুরুষ দ্বায়িত্বশীলবৃন্দ। সভায় সভাপত্বিত করেন তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির রাফিজ মাষ্টার। অনুষ্ঠান পরিচালনা করেন তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাহাবুব হাসানসহ ইউনিয়ন ছাত্রশিবিরের নেতা কর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *