আলমডাঙ্গায় নবাগত কৃষি অফিসারের সঙ্গে সার ডিলারদের আলোচনা সভা

আলমডাঙ্গা অফিস

আলমডাঙ্গায় নবাগত কৃষি অফিসার মাসুদ হোসেন পলাশের সঙ্গে উপজেলা এলাকার বিসিআইসি ও বিএডিসি’র সকল সার ডিলারদের নিয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হল রুমে অনুষ্ঠিত  এ সভায় মূলত কৃষি উন্নয়ন, সার ব্যবস্থাপনা এবং কৃষকদের কল্যাণমূলক কার্যক্রমকে আরও কার্যকর করার উপায় নিয়ে গুরুত্বপূর্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। নবাগত কৃষি অফিসার অংশগ্রহণকারীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা ও মতবিনিময় করেন।

বক্তরা বলেন- আলমডাঙ্গা একটি বৃহৎ কৃষিপ্রধান উপজেলা এখানে কৃষকরা যাতে সঠিক মূল্যে এবং ন্যায্যভাবে সার পেতে পারেন, তা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না।” তিনি আরও বলেন, প্রত্যেক ডিলারকে তার নিজ নিজ ইউনিয়নের কৃষকদের কাছে নিয়ম মেনে সার বিক্রি করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন- বিসিআইসি ও বিএডিসি’র সার ডিলারদের জেলা সাধারণ সম্পাদক আব্দুল বারী মিয়া, উপজেলা সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হারুন মিয়াসহ উপজেলার সার ব্যবসায়ী ও স্থানীয় কৃষি খাতের প্রতিনিধিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *