আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর আগমনকে উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে আলমডাঙ্গা থানাপাড়া কমিউনিটি সেন্টারে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা।
সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান আসিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. শামীম রেজা ডালিম, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সাবেক সহভাপতি ইফতেখারুজ্জামান লুডু খান, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বোরহান উদ্দিন, পৌর বিএনপির সাবেক সভাপতি আনিসুর রহমান, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করীম, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন, জেলা যুবদলের সহসভাপতি মাগরিবুর রহমানের উপস্থাপনায় ১৫টি ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি, সাধারণ সাধারণ সম্পাদকসহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, আগামী ১৬ সেপ্টেম্বর শামসুজ্জামান দুদু প্রথমে খাসকররা ও জামজামি ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং শেষে নেতাকর্মিদের সাথে নিয়ে ধানের শীষে ভোট প্রার্থনা করবেন। পরদিন ১৭ সেপ্টেম্বর তিনি ভাবাড়িয়া ও হারদী ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং ধানের শীষে ভোট চাইবেন।