আলমডাঙ্গার তিয়রবিলায় জামায়াতের নির্বাচনী জনসভায় অ্যাড. রাসেল

আলমডাঙ্গা অফিস

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে খাসকররা ইউনিয়নের তিয়রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী  জনসভা অনুষ্ঠিত হয়।  এর আগে বিকেলের দিকে দলীয় নেতাকর্মীরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে ব্যাপক গণসংযোগে অংশ নেন।

                খাসকররা ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রাসেল বলেন, “এবার জামায়াতে ইসলামীর মাধ্যমে ইনসাফের বাংলাদেশ গঠন হবে ইনশাআল্লাহ। আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জামায়াতকে বিজয়ী করবেন। আমরা একবার সুযোগ চাই বাংলাদেশকে সুন্দরভাবে সাজানোর জন্য। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশ্বের দরবারে বাংলাদেশের মান উন্নত করাই আমাদের লক্ষ্য।”  “আমরা চাই দেশের প্রতিটি নাগরিক সমান অধিকার নিয়ে বসবাস করুক। সকল ধরনের বৈষম্য দূর করে একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।”

তিনি বলেন- স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের জনগণ সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা থেকে বঞ্চিত। দুর্নীতি ও লুটপাটের কারণে আজ দেশ পিছিয়ে পড়ছে। দেশের সম্পদ বিদেশে পাচার করে বেগমপাড়া বানানো হয়েছে। অথচ আমরা চাই একটি দুর্নীতিমুক্ত রাষ্ট্র, যেখানে জনগণ স্বস্তি নিয়ে বাঁচতে পারবে।”

                তিনি আরও বলেন, “জনগণের অধিকার প্রতিষ্ঠা করা, বেকারত্ব সমস্যা সমাধান করা এবং ভাত ও ভোটের অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। দায়িত্ব পেলে এক টাকাও দুর্নীতি হবে না, জনগণের কাছে প্রতিটি কাজের জবাবদিহিতা করা হবে। দেশের প্রতিটি মানুষ যাতে ন্যায়বিচার পায় এবং উন্নয়নের সুফল ভোগ করতে পারে, সেটিই আমাদের অঙ্গীকার।”

                বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক দারুস সালাম, আলমডাঙ্গা উপজেলা আমীর প্রভাষক শফিউল আলম বকুল, উপজেলা নায়েবে আমীর ইউসুফ আলী মাস্টার, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, মাওলানা জামিরুল ইসলাম, উপজেলা প্রচার বিভাগের সহকারী সেক্রেটারি আমান উদ্দিন ও মাওলানা সামিরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

                সভায় বক্তারা সরকারের নানা অনিয়ম, দুর্নীতি, গণতন্ত্রহীনতা ও স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। তারা বলেন, দেশের অর্থনীতি আজ দেউলিয়ার পথে। শিক্ষা, স্বাস্থ্যসহ প্রতিটি খাতেই অব্যবস্থাপনা বিরাজ করছে। জামায়াত নেতৃবৃন্দ এ সময় উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে জনগণকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে হলে ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালী করতে হবে।

                সভায় অংশগ্রহণকারী স্থানীয় জনতা জানান, গ্রামীণ জনপদে এমন জনসভা হওয়ায় তারা তাদের মতামত তুলে ধরতে পেরেছেন। তারা বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে বঞ্চিত, উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। তাই পরিবর্তনের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন।

                অনুষ্ঠান শেষে দলীয় স্লোগান ও নৈতিক শপথের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়। সভাটি সঞ্চালনা করেন আলমডাঙ্গা উপজেলা সেক্রেটারি মামুন রেজা।

এদিকে, আব্দুল মালেককে সভাপতি ঘোষণা করে একশত একজন সদস্য নিয়ে তিওরবিলা গ্রাম কমিটি গঠিত হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *